মুন্সীগঞ্জ সরকারি কাজে বাঁধা দানের মামলায় মহিউদ্দিন আহমেদকে জেল হাজতে প্রেরণ।

প্রকাশিতঃ জুন ১, ২০২৩ | ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

মুন্সীগঞ্জ-অবৈধ কারেন্ট জাল উদ্ধারের ঘটনায় নৌ- পুলিশের দায়ের করা ও সরকারি কাজে বাঁধা দানের মামলায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহমেদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।গত কাল বুধবার (৩১ মে)  বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে আদালতে হাজির করা হলে  মুন্সীগঞ্জ সদর আমলী আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস তাকে জেল হাজতে প্রেরণের নিদের্শ দেন এবং আজ  বৃহস্পতিবার মামলা শুনানীর দিন ধায্য করেন। এর আগে দুপুর ১টার দিকে শহরের উপকণ্ঠ মুক্তারপুর গোসাইবাগ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান জানান, বুধবার দুপুরে মুক্তারপুরের গোসাইবাগ থেকে নৌ-পুলিশের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। মহিউদ্দিন আহমেদ জেলা বিএনপির সভাপতি ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রালয়ের উপমন্ত্রী আব্দুল হাইয়ের ছোট ভাই। মহিউদ্দিনের বিরুদ্ধে নৌপুলিশের মামলা ছাড়াও মারামারি, পুলিশ নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।মুন্সীগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. জামাল হোসেন বলেন, বিকেল সাড়ে ৪ টার দিকে মুন্সীগঞ্জ সদর আমলী আদালতে আনা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস বৃহস্পতিবার মামলার শুনানীর দিন ধায্য করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।মুক্তারপুর নৌ-পুলিশের ইনচার্জ আব্দুস সোবহান জানান, গত (২১ মে) গোসাইবাগ এলাকায় মহিউদ্দিন আহমেদের মালিকানাধীন কারখানা অভিযান চালিয়ে থেকে ৩ কোটি ১১ লাখ মিটার কারেন্ট জালসহ নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। অভিযানের সময় পালিয় যায় বিএনপি নেতা মহিউদ্দিন আহমেদ। তিনি আরও জানান, কারেন্টজাল উৎপাদনে জড়িত থাকায় মৎস্য আইনে মুক্তারপুর নৌ-পুলিশের এসআই নাসির ও আলআমিন বাদী হয়ে মহিউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করে।