বাগেরহাটের কচুয়া সদর ইউনিয়নে ২০২৩-২০২৪ এর উম্মুত্ত বাজেট পেশ

প্রকাশিতঃ জুন ১, ২০২৩ | ১০:০৮ অপরাহ্ণ
ইউনুছ হোসেন তালুকদার

বাগেরহাট কচুয়া সদর ইউনিয়ন পরিষদ ২০২৩-২০২৪ সালের এর উম্মুত্ত বাজেট পেশ করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে ৪নং কচুয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান রে সভাপতিত্বে ও সচীব শশাংঙ্ক শেখর মজুমদারের স ালনায় ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষ,উপজেলা প্রশাসন,রাজনৈতিক ব্যক্তিত্ব ,জনপ্রতিনিধি,সাংবাদিক,বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ ইউপি সদস্য মোহীনি বেগম,মুক্তা বেগম,জেসমিন বেগম,আজাদ বালী,জাকির হাওলাদার,সঞ্জীব সাহ,মো: মামুন শেখ,আরিফুল ইসলাম ডলার,সাইফুল ইসলাম সাবু,শিকদার মাহবুবুর রহমান,মো: তাওহিদুল ইসলাম,মো: সহিদুল শিকদার ওয়াল্ড ভীশম এর ম্যানেজার তপন কুমার মন্ডল এই বাজেট অনুষ্ঠানে তাদের সু চিন্তিত মতামত প্রকাশ করেন।সকাল ১১টায় উম্মুত্ত বাজেটে খাত ওয়ারী নীতিমালার আলোকে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ১৩,৬০,০০০/এবং রাজস্ব খাতে ব্যায় দেখানো হয়েছে। ১২,৫৪,১০০০/ এবং উদ্বৃত্ত ১,৫,৯০০০/ টাকাসহ উন্নয়ন খাতে সর্বমোট আয় দেখানো হয়েছে ১,৩৫,২৯,০৫২/ এবং সর্ব মোট ব্যায় রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ১,৩৪,৭৩,৫২/ উদবৃত্ত দেখানো হয়েছ্ ে৫৫,৯০০০/ ।এছাড়া ইউনিয়নেরবাল্য বিবাহ ,মাদক নিমুল করতে ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলিং সহ উঠান বৈঠনের মাধ্যমে ইউনিয়ন বাসীকে সচেতন করার লক্ষে বিভিন্ন সিন্দান্ত গহন করা হয়।