বাগেরহাটে কামিল মাদরাসায় শিক্ষার্থীদের মুক্তিযুদ্বের চেতনায় উদ্বুদ্ব করন উপলক্ষে চিত্রাংকন,বক্তৃতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকাল ১০টায় আরীয়া মাদরাসার হল রুমে এক সভা অনুষ্টিত হয়।বাংলাদেশ মুক্তিযোদ্বা বিষয়ক মন্ত্রানালয়ের উদ্যেগে নতুন প্রজম্বকে মুক্তিযুদ্বের চেতনায় উদ্বুদ্ব করার লক্ষে মুক্তিযোদ্বা মন্ত্রানালয়ের উদ্বুদ্ব প্রকল্পের আয়োজনে এমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম শেখ এর সভাপতিত্বে ও প্রকল্পের প্রোগ্রাম অফিসারের স ালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,কেন্দ্রীয আওয়ামীলীগ এর নি র্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্জ এ্যাড: মীর শওকাত আলী বাদশা। বিশেষ । অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্বা বিষয়ক মন্ত্রানালয়ের সহকরী প্রোগ্রাম অফিসার মো: হাসিবুর রহমান,শ্যামল কুমার বিশ্বাস,জেলা মাধ্যামক শিক্ষা অফিসার এস এম সায়েদুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার সে এম মোর্শেদ,বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ও রেলওয়ে জামে মসজিদ এর সাধারন সম্পাদক মোল্লা আব্দুর রব। এছাড়াও মাদরাস ার শিক্ষক,অভিবাবক ও শিক্ষার্থীবৃন্দ বক্তৃতা করেন ।সভাশেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। উক্ত সভায় মাদরাসার শিক্ষক,অভিবাবক ও শিক্ষার্থী,সুধিজন ও এলকবাসী উপস্থিত ছিলেন।