শ্রীনগরের কুকুটিয়ায় রাস্তার বেহাল দশা, চলাচলে চরম ভোগান্তি।

প্রকাশিতঃ জুন ২, ২০২৩ | ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

মুন্সীগঞ্জের শ্রীনগরের কুকুটিয়ায় গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশায় যান ও জন চলাচলে চরম ভোগান্তিতে এলাকাবাসী। উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী বাগবাড়ি হতে একই ইউনিয়নের ঝুলদি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এবং ঝুলদি গ্রামের পশ্চিমে নওপাড়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা একেবারেই নাজুক অবস্থায় পরিণত হয়েছে। এতে এলাকার স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী, গর্ভবতী নারী, রোগীসহ প্রায় কয়েক হাজার লোকজন যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছে। এই রাস্তা দিয়ে তন্তর বাজার, নওপাড়া হাট, রুশদী হাই স্কুল ও কুকুটিয়া কমলা কান্ত হাই স্কুলে যাতায়াত করে ছাত্রছাত্রীরাসহ স্থানীয় বাসিন্দারা।সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটি বেশ কয়েক বছর পূর্বে বাগবাড়ী মোড় থেকে ঝুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে পশ্চিম নওপাড়া পাকা রাস্তা পর্যন্ত মাটির বরাদ্দের কাজ করা হয়। তন্তর পাকা রাস্তা হতে বাগবাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিনের করা ইট সলিং থেকে এখন ইটের কণা দিয়ে সলিং অবস্থায় রাস্তাটি রয়েছে। বাগবাড়ি থেকে পশ্চিম নওপাড়া রাস্তায় মাঝে মাঝে খানাখন্দসহ বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে। এতে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীসহ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের যাতায়াতে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সামান্য একটু বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে চলাচল করা একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। প্রাইমারী স্কুলপড়ুয়া ছোট ছোট ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে যাতায়াতকালে খানাখান্দে পড়ে গিয়ে মাঝেমধ্যেই আহত হয়।এলাকাবাসী জানান, রোগী নিয়ে আমাদের প্রায় সময় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। রাস্তার এই অবস্থা দেখে অটোরিক্সা চালক আমাদের নিয়ে যেতে চায় না। আর দুই-একজন চালক যেতে চাইলে তাদের দিতে হয় দ্বিগুণ ভাড়া। খুবই ভোগান্তিতে আছি আমরা।অটোচালকেরা জানান,এলাকার রোগীসহ সাধারণ যাত্রীদের এই রাস্তা দিয়ে অটোরিক্সাযোগে নিয়ে যেতে পারি না। রাস্তার অবস্থা খুবই খারাপ। আমাদের অটোরিক্সারও অনেক ক্ষতি হয়। তাই বাধ্য হয়ে ঐসব এলাকার যাত্রীদের না করে দেই। রাস্তাটি মেরামত ও ইট সলিং হলে যাত্রীদের বাড়ীতে পৌঁছে দিতে পারি।কুকুটিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আরশাদ আলী হাওলাদার বলেন, এই রাস্তাটি অবহেলিত হয়ে আছে। কিছুদিন আগে ১শত ২ ফিট সিসি ঢালাইয়ের বরাদ্দের যতটুকু পেয়েছি, করেছি। রাস্তাটি ৯নং ওয়ার্ডের বাসিন্দাদের চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। ছাত্রছাত্রীরা রুশদী হাইস্কুল এবং ঝুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীরা এই রাস্তাটি ব্যবহার করে। তাই রাস্তাটি সংস্কার ও সরকারি বরাদ্দ হওয়া খুবই জরুরি। রাস্তাটি সংস্কার করার জন্য ইউনিয়ন পরিষদ বরাবর আবেদন করেছি। উপজেলা ও জেলা পরিষদের বরাদ্দ আসলে রাস্তাটি স্বয়ংসম্পূর্ণ হবে।