রাশিয়ায় নামল যুক্তরাষ্ট্রগামী এয়ার ইন্ডিয়ার বিমান

প্রকাশিতঃ জুন ৭, ২০২৩ | ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

মাঝ আকাশে ইঞ্জিনে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় ভারত থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটকে রাশিয়ার দূর প্রাচ্যের মাগাদান বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছে। মঙ্গলবার এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে এ কথা নিশ্চিত করেছে বলে জানিয়েছে সিএনএন। এআই ১৭৩ ফ্লাইটটিতে ২১৬ যাত্রী ও ১৬ ক্রু ছিল। বুধবার অন্য একটি ফ্লাইটে তাদেরকে সান ফ্রান্সিসকো নিয়ে যাওয়া হবে বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে। এয়ারলাইন্সটির মুখপাত্র এক বিবৃতিতে বলেন, এআই১৭৩ এর সব যাত্রী ও ক্রু, যারা মাগাদানের স্থানীয় হোটেলগুলোতে আছেন, ৭ জুন তাদেরকে অন্য একটি বিমানে করে সান ফ্রান্সিসকো নিয়ে যেতে বিকল্প একটি উড়োজাহাজ পাঠাচ্ছে এয়ার ইন্ডিয়া। যাত্রীরা যেন নিরাপদে, যত দ্রুত সম্ভব তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন তা নিশ্চিতে আমাদের ‍উদ্যোগে বিভিন্ন কর্তৃপক্ষও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়েশন মঙ্গলবার জানায়, তারা মাগাদান বিমানবন্দরে রিজার্ভ বিমান পাঠাতে এয়ার ইন্ডিয়াকে অনুমতি দিয়েছে। রাশিয়া একাধিক পশ্চিমা দেশের বিমানের জন্য তার আকাশসীমা নিষিদ্ধ করলেও, এয়ার ইন্ডিয়ার মতো কিছু ক্যারিয়ারকে রাশিয়ার ওপর দিয়ে চলাচলে অনুমতি দিয়ে রেখেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নজর রাখছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেছেন, যুক্তরাষ্ট্রগামী একটি ফ্লাইটকে যে রাশিয়ায় জরুরি অবতরণ করতে হয়েছে, সে খবর পেয়েছি আমরা। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। রাশিয়ায় নামা বিমানটিতে মার্কিন নাগরিকের সংখ্যা কত তা বলতে পারেননি তিনি।