বক্তৃতা দিয়ে হৃদয় চুরি করলেন বাবর আজম!

প্রকাশিতঃ জুন ১০, ২০২৩ | ৬:২৩ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

পাকিস্তান ক্রিকেটের অধিনায়ক বাবর আজম তার মর্মস্পর্শী বক্তৃতার মাধ্যমে শ্রোতাদের অনুপ্রাণিত করেছেন। তিনি তার বক্তৃতায় সমাজে গঠনমূলক প্রভাব তৈরিতে ঐক্য এবং মানবিক প্রচেষ্টার তাৎপর্যকে তুলে ধরেছেন। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, হেল্পিং হ্যান্ড ইউএসএ নামের সংগঠন আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার মাধ্যমে দর্শকদের গভীরভাবে অনুরণিত করতে সক্ষম হয়েছেন বাবর। যারা তার বক্তৃতা শ্রবণ করেছিলেন, তাদের হৃদয় ও মনে একটি অমোঘ দাগ কাটতে সক্ষম হয়েছেন তিনি। খবরে বলা হয়েছে, হেল্পিং হ্যান্ড ইউএসএ হলো একটি বিশ্বব্যাপী মানবিক ত্রাণ ও উন্নয়ন সংস্থা, যা বিশ্বজুড়ে জরুরি ও দুর্যোগ পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের প্রতি সাড়া দেয়। সম্প্রতি বাবর এবং রিজওয়ান হার্ভার্ড বিজনেস স্কুলে একটি অনন্য শিক্ষামূলক প্রগ্রামে অংশ নিতে লন্ডন যান। দ্য বিজনেস অফ এন্টারটেইনমেন্ট, মিডিয়া, অ্যান্ড স্পোর্টসের (বিইএমএস) উপর গুরুত্বারোপ করে বিশ্ববিদ্যালয়টি। এর মাধ্যমে প্রথম ক্রিকেটার হিসেবে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের শিক্ষা প্রোগ্রামে নাম লেখান দুই সফল পাকিস্তানি ব্যাটসম্যান। উভয় ক্রিকেটারই গত মে থেকে ৩ জুন পর্যন্ত ম্যাসাচুসেটসের বোস্টনে উল্লিখিত বিজনেস স্কুল ক্যাম্পাসে ক্লাসে অংশ নেন।