চীনে অনলাইন নিপীড়ন রোধে আইন

প্রকাশিতঃ জুন ১৩, ২০২৩ | ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

অনলাইনে বিভিন্ন নিপীড়নের বিচার ও শাস্তির খাসড়া নীতিমালা তৈরি করে এ বিষয়ে নাগরিকদের মতমত জানতে চেয়েছে চীন সরকার। সবচেয়ে বেশি অনলাইন ব্যবহারকারীর দেশটিতে নারী ও শিশুদের লক্ষ্য করে সাইবার বুলিয়িংসহ নানা ধরনের আক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতা প্রকাশ করে আইনে খসড়া তৈরি করল চীন সরকারের সংশ্লিষ্ট বিভাগ। অনলাইন নিপীড়নে ক্ষুণ্ন হবে নাগরিকদের নিরাপত্তার অধিকার, সেই সঙ্গে বাড়বে সামাজিক বিশৃঙ্খলা, এ অভিমত জানিয়ে দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় ও সুপ্রিম পিপলস কোর্ট যৌথভাবে অনলাইন নিয়ন্ত্রণ আইনটির খাসড়া প্রণয়ন করেছে বলে। রয়টার্স। এ খসড়া অনুসারে গুজব ছড়ানো, কাউকে অপমান করা, কারও ব্যক্তিগত তথ্য ফাঁস করার মতো আচরণগুলো সাইবার সহিংসতা হিসাবে গণ্য হবে, যেগুলোকে প্রস্তাবিত আইনটি বলছে শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ।