মুুজিবনগরের বিশ্বনাথপুর মাঠে কচু ও কলাগাছ কেটে তছনছ করেছে দূর্বৃত্তরা

প্রকাশিতঃ জুন ১৬, ২০২৩ | ১২:৪৪ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

মেহেরপুরের মুুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর ওয়াকেলের মাঠে রাহিল বিশ্বাস নামের এক কৃষকের ১০কাঠা জমির কচু ও ২৫ কাঠা জমির কলাগাছ কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা বুধবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ওই জমির কলাগাছ কোপ মেরে মাথা কেটে বিনষ্ট করে। এতে ওই কৃষকের অন্তত ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। কৃষক রাহিল বিশ্বাস উপজেলার মোনাখালী ইউনিয়নের বিশ্বনাথ পুর গ্রামের দক্ষিণ পাড়ার খেজমত বিশ্বাসের ছেলে।ভুক্তভোগী কৃষক জানান,আমি দীর্ঘদিন যাবৎ ওই জমিতে চাষাবাদ করে আসছি।এবছর ৩লক্ষ টাকা খরচ করে তিনি কলা ও কচুর আবাদ করেন।পূর্ব পরিকল্পিত ভাবে দূর্বৃত্তরা গাছগুলো কেটে দিয়েছে বলে দাবী তার। গত মঙ্গলবার সকালে ক্ষেতের কাজ শেষ করে তিনি বাড়ি যান। বৃহস্পতিবার সকালে একই গ্রামের আকু্ব্বার কলাগাছ কাটার খবর দেয়। এসময় তিনি জমিতে গিয়ে দেখেন তার জমিতে আবাদকৃত ১০কাঠা জমির কচু ও ২৫ কাঠা জমির ৬শ কলাগাছ কেটে তসরুপ করে দুর্বৃত্তরা।