পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার বড়ভাই নওয়াজ শরিফকে দেশে ফিরে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানিয়েছেন। নওয়াজ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান। বর্তমানে স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে রয়েছেন তিনি। জিও নিউজ জানিয়েছে, শুক্রবার দলের কেন্দ্রীয় সাধারণ পরিষদের সভায় এই আহ্বান জানান শাহবাজ শরিফ। তিনি বলেন, তিনি চান, তার ভাই দেশে ফিরে নির্বাচনি প্রচারে নেতৃত্ব দেন এবং চতুর্থবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এদিন পুনরায় পিএমএল-এনের সভাপতি নির্বাচিত হন শাহবাজ। খবরে বলা হয়েছে, দলীয় সভায় ভাষণ দিতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, তিনি তার বড়ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন যে, তিনি পাকিস্তানে ফিরে আসবেন এবং তার পর দলীয় বৈঠক করবেন, যাতে তিনি সভাপতিত্বের দায়িত্ব পুনরায় তার কাছে হস্তান্তর করতে পারেন। কিন্তু নির্বাচন কমিশনের খড়গ ঝুলছিল, সে কারণেই এই বৈঠক (কেন্দ্রীয় সাধারণ পরিষদের সভা) করতে হয়েছে, বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন নওয়াজ শরিফ। যদিও পাকিস্তানের রাজনীতিতে কথা রয়েছে যে, গ্রেফতার এড়াতেই বিদেশে অবস্থান করছেন তিনি। এর আগে পাকিস্তানের আদালত এক রায়ে নওয়াজ শরিফকে দলের প্রধান হিসেবে থাকার ব্যাপারে নিষেধাজ্ঞা দেন। তখনই পিএমএল-এনের সভাপতির দায়িত্ব দেওয়া হয় শাহবাজকে। প্রতিবেদনে বলা হয়েছে, এদিন শাহবাজ শরিফ বলেছেন, দলের জন্য তরুণ নেতৃত্বের প্রয়োজন। এ প্রসঙ্গে নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজের কঠোর পরিশ্রমের প্রশংসাও করেন তিনি। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আরও বলেন, নওয়াজ শরিফ পাকিস্তানে ফিরলেই রাজনীতির মানচিত্র বদলে যাবে।