নাটোরে মাদক মামলায় শাহ আলম নামের একজনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। সোমবার(১৯ জুন) দুপুরে নাটোর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দীন এ আদেশ দেন। এসময় জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন তিনি। আসামি শাহ আলম রাজশাহী জেলার বিনোদপুর থানার চর সাতবাড়িয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১২ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বিকেল সাড়ে ৩টার দিকে নাটোর সদর উপজেলার নারায়ণপাড়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি এসি বাস দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের যাত্রী শাহ আলমের কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল জব্দ এবং তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করলে আজ সোমবার মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে।