বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় ২ দিনেও মামলা হয়নি

প্রকাশিতঃ জুন ২০, ২০২৩ | ৬:২৪ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনায় দুদিনে মামলা হয়নি। গত শনিবার উপজেলার মহব্বতপুর বাজারে সুরমা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, কেউ অভিযোগ না দেওয়ায় মামলা হয়নি। অপরদিকে, আওয়ামী লীগের দাবি, মামলা দিলেও পুলিশ নেয়নি। সুরমা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় অফিসে হামলা ও ভাংচুর চালানো হয়। সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন রশীদ এবং তার লোকজন এ হামলা চালান। তখন তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার বোনকে আঘাত করা হয়। হামলাকারীরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ছাড়াও স্থানীয় নেতাদের ছবি, ব্যানার ভাঙচুর করে। ঘটনার পর মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলে দাবি করেন শফিকুল ইসলাম। এ বিষয়ে সোমবার দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত চলছে। ছবি ভাঙচুরের ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ না দিলে মামলা কিভাবে নেব। কেউ বাদি না হলে পুলিশ বাদি হয়ে মামলা করবে। এদিকে ছবি ভাঙচুরের ঘটনায় রোববার বিকেলে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম রতন, সামসুদ্দিন মাস্টার, বোগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান শেখ চান, নরসিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী, বাংলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. সামাদ, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আসাম উদ্দিন, দোয়ারা বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা আবদুল মজিদ প্রমুখ।