ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে বলে সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর এ আইন নিয়ে একটি ‘টেকনিক্যাল নোট’ দিয়েছে। এটির পর্যালোচনাও প্রায় শেষ। দ্রুতই আইনটি সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন। সিলেট-৩ আসনের সরকারদলীয় সদস্য হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, মতপ্রকাশের স্বাধীনতা রোধ বা গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়নি; সাইবার অপরাধ দমনের জন্য আইনটি করা হয়েছে। নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সারাদেশে (৩১ মার্চ ২০২৩ পর্যন্ত) এসিড নিক্ষেপ সংক্রান্ত বিচারাধীন মামলার সংখ্যা ৩৭৬টি। এ সংক্রান্ত বিচারাধীন মামলা সবচেয়ে বেশি ঢাকায়– ৪০টি। রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর, জয়পুরহাট, ঝিনাইদহ, মেহেরপুর, সুনামগঞ্জ, নীলফামারী ও পঞ্চগড় জেলায় এ নিয়ে বিচারাধীন মামলা নেই। আইনমন্ত্রী জানান, বিচারকরা এসিড নিক্ষেপ সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে থাকেন। এ কারণেই বিচারাধীন মামলার সংখ্যা তুলনামূলক কম। কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, জনপ্রশাসনে ৩ লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে। তিনি জানান, জনপ্রশাসনে অনুমোদিত পদ ১৪ লাখ ৯ হাজার ৬০৬টি। এর মধ্যে কর্মরত ১০ লাখ ৪৫ হাজার ৬৪০ জন। সরকারি দলের মোরশেদ আলমের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, স্বাধীনতার ৫০ বছরে দুধ উৎপাদন ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জনপ্রতি দৈনিক ২৫০ মিলি হিসাবে দেশে দুধের চাহিদা ১৫৬ দশমিক ৬৮ লাখ টন। এ হিসাবে দুধের ঘাটতি রয়েছে ২৫ দশমিক ৯৪ লাখ টন। মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে মোট গবাদি পশু ৫ কোটি ৬৭ লাখ ও হাঁস-মুরগির সংখ্যা ৩৭ কোটি ৫৬ লাখ।