সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে মঙ্গলবার ( ২০ জুন) বিকেলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক নাদিমকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যার করার প্রতিবাদে এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাংবাদিক কলি হাসানের উপর বর্বরোচিত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে জড়িতদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন পালিত হয়। মানববন্ধন প্রাক্কালে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন। সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দুয়া শাখার সভাপতি সাংবাদিক রাখাল বিশ্বাস, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, উদীচী কেন্দুয়া শাখার সম্পাদক মহিউদ্দিন সরকার, মানবাধিকার কর্মী মামুনুল কবীর খান হলি, সাংবাদিক মজিবুর রহমান, শাহ আলম, সৈয়দ মুখলেছ উজ্জামান, রোকন উদ্দিন, প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।