নিখোঁজ পর্যটকবাহী ডুবোযান টাইটানের খোঁজে তল্লাশিতে থাকা কানাডার একটি আকাশযান পানির নিচে ‘শব্দ’ শনাক্ত করেছে বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে আটলান্টিক মহাসাগরে ডুব দিয়ে নিখোঁজ হয়েছে টাইটান। বিবিসি ও রয়টার্স জানিয়েছে, বুধবার ভোরে ধারাবাহিক কয়েকটি টুইটে উদ্ধারকারীরা জানান, মঙ্গলবারের এ অগ্রগতি অনুসন্ধানকারী দলকে তাদের পানির নিচের রবোটিক (আরওভি) তল্লাশি অভিযানের এলাকা নতুনভাবে নির্ধারণ করে ‘ওই শব্দের উৎস বের করার উদ্যোগ নিতে’ সাহায্য করবে। মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, আরওভির (দূর থেকে চালিত যান) মাধ্যমে নতুন করে নির্ধারিত এলাকাগুলোতে যে তল্লাশিগুলো চালানো হয়েছে, এখনো পর্যন্ত সেগুলো নিঃস্ফল হলেও অভিযান চলবে। কোস্টগার্ড নিশ্চিত করেছে যে, কানাডার একটি পি-৩ আকাশযান টাইটানের খোঁজে একটি অনুসন্ধান এলাকায় পানির নিচের ওই ‘শব্দ’ শনাক্ত করেছে। যুক্তরাষ্ট্র সরকারের অভ্যন্তরীণ মেমো উদ্ধৃত করে সেটি ‘আঘাতের মতো শব্দ’ বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। তবে প্রতিবেদনে বলা হয়েছে, এই শব্দ কতোক্ষণ স্থায়ী ছিল তা পরিষ্কার হয়নি এবং কোস্টগার্ডও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও রোলিং স্টোন সাময়িকী পৃথকভাবে জানিয়েছে, কানাডীয় বিমানটি তল্লাশি এলাকায় ৩০ মিনিটের ব্যবধানে শব্দগুলো শনাক্ত করেছে। উল্লেখ্য, রোববার টাইটান নামের ওই ট্যুরিস্ট সাবমেরিন পাঁচজন আরোহী নিয়ে কানাডার উপকূলীয় আটলান্টিক মহাসাগরে ডুব দেওয়ার পৌনে দুই ঘণ্টার মাথায় এর সঙ্গে পানির ওপরে থাকা জাহাজ পোলার প্রিন্সের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকে উত্তর আটলান্টিকের বিশাল এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু হয়। কিন্তু মঙ্গলবার শেষ খবর পর্যন্ত ডুবোযানটির কোনো খোঁজ পাওয়া যায়নি।