কুষ্টিয়ার খোকসায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে রোপা আমন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগমসহ বিভিন্ন এলাকার কৃষকগণ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কৃষিবান্ধব সরকার এবং শুরু থেকেই কৃষকদের ভতুর্কি দিয়ে যাচ্ছেন। বর্তমানে কৃষকের কষ্ট লাঘব ও লাভবান করতে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার, কৃষি যান্ত্রিকীকরণ, বাণিজ্যিকীকরণ, কৃষিপণ্যের রফতানি বৃদ্ধি ও বিশাল ভর্তুকিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন করছে। সেই সঙ্গে কৃষকদের এসব প্রণোদনা দিয়া হয়েছে।