কেন্দুয়া অবৈধ কারেন্ট জাল জব্দ

প্রকাশিতঃ জুলাই ৩, ২০২৩ | ৯:৫৪ অপরাহ্ন
আনোয়ার উদ্দিন কেন্দুয়া প্রতিনিধি নেত্রকোনা ময়মনসিংহ

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের নের্তৃত্বে সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার মজলিশপুর এলাকায় এক অভিযান পরিচালনা করে প্রায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে মজলিশপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে তাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম উপস্থিত ছিলেন। জব্দকৃত কারেন্ট জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে জানান মৎস্য কর্মকর্তা।