বরিশাল নগরীতে ছাত্রলীগ কর্মী রেদোয়ান আহম্মেদ আকনের (২৬) একটি হাত কুপিয়ে বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষ। সোমবার গভীর রাতে বরিশাল জিলা স্কুলের পেছনের গেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার জুনায়েদ আল মামুন (২৪) নামে একজন নামধারীসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা জয়নাল। মামলার পরিপ্রেক্ষিতে তানভীর হাওলাদার নবীন (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত রেদোয়ান বর্তমানে ঢাকার শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ছাত্রলীগের রাজনীতি করলেও নির্দিষ্ট কারো অনুসারী নয় বলে জানিয়েছেন তার বাবা আমানতগঞ্জ এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন। তবে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান জানিয়েছেন রেদোয়ান তার অনুসারী। গ্রেফতার নবীন নগরীর ভাটিখানা সুন্নিয়া মসজিদ এলাকার লিটন হাওলাদারের ছেলে। মামলার প্রধান আসামি মামুন নগরীর বেলতলা এলাকার বাসিন্দা মো. শামসুর ছেলে। মামলার এজাহারে বলা হয়েছে- আসামি মামুন (৩০) আহত রেদোয়ানের পূর্বপরিচিত এবং তাদের মধ্যে পূর্ববিরোধ রয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে মামুন ফোন করে রেদেয়ানকে জিলা স্কুলের পেছনের গেটে নিয়ে যান। রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছার পর মামুনসহ অজ্ঞাত ৭-৮ জন রেদোয়ানকে মারধর করেন। পরে অজ্ঞাতরা রেদোয়ানের বাঁ হাত টেনে ধরেন। তখন মামুন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কনুইয়ের ওপর থেকে হাত বিচ্ছিন্ন করে দেন। জয়নাল আবেদীন জানান, হাসপাতাল থেকে রাত ১২টার দিকে ফোন করে বিষয়টি জানানো হয়। কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। মামলার পর নবীন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি রেদোয়ানের ওপর হামলার সঙ্গে জড়িত কিনা তদন্ত করা হবে। এছাড়া হাত বিচ্ছিন্ন করায় ব্যবহৃত ধারালো রামদাটি উদ্ধার করেছি।