বাগেরহাটের মোরেলগঞ্জে বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চেয়ে সরকারের উন্নয়ন সম্বলিত ৩৮ ফিরিস্তির লিফলেট বিতরণ করে গণসংযোগ ও পথসভা করেছেন বাগেরহাট-৪(শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী এম.আর জামিল হোসাইন। মঙ্গলবার সকাল ১০ টার সময় পল্লীমঙ্গল, কেয়ার বাজার, কালিকাবাড়ি, সোলমবাড়িয়া বাসস্ট্যান্ড ও দৈবজ্ঞহাটী বাজারে গণসংযোগ ও পথসভার আয়োজন করা হয়। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগ(উপ-কমিটি) এর সাবেক সহসম্পাদক ও শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য, বঙ্গবন্ধু যুব সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা এম.আর জামিল হোসাইনকে পেয়ে স্থানীয় লোকজন খুবই খুঁশি হন। তারা এম.আর জামিল হোসাইনের নিকট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন৷ এম.আর জামিল হোসাইন মুদী দোকানী, ব্যবসায়ী ও সাধারণ মানুষদের সাথে দীর্ঘ সময় কথা বলেন এবং বর্তমান সরকারের উন্নয়ন সম্বলিত ৩৮ ফিরিস্তির লিফলেট বিতরণ করেন। পথসভা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জামিল হোসাইন বলেন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট চাই, নৌকা মানে উন্নয়ন। বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বলে তিনি নৌকায় ভোট চান৷ তিনি বলেন মনোনয়ন মূখ্য বিষয় নয়, মূখ্য বিষয় হল নৌকার বিজয়৷ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ফল শুধু আওয়ামী লীগ ভোগ করেনা বরং জামায়াত-বিএনপি সহ সকল দলের লোকজনই ভোগ করেন, পদ্মাসেতু সকলে পাড় হন; বয়স্ক ভাতা, বিধভা ভাতা সহ যাবতীয় ভাতা, অনুদান এবং সরকারের সকল উন্নয়নমূলক কার্যক্রমের সুফল সকল দলের লোকজনই ভোগ করেন। তাই নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হতে জননেতা জামিল হোসাইন সকলকে আহবান জানান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হোগলাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম নান্না, বঙ্গবন্ধু যুব সেন্টারের কেন্দ্রীয় নেতা বাদশা মীর, উপজেলা পর্যায়ের নেতা রহুল আমিন শেখসহ মোরেলগঞ্জ ও শরণখোলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।