মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি সুইডেনকে ‘যত তাড়াতাড়ি সম্ভব’ ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তুর্কি নেতা সন্ত্রাসীদের বিরুদ্ধে সুইডেনকে আরও ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। হোয়াইট হাউস এবং তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রসঙ্গত, নর্ডিক রাষ্ট্র সুইডেন ও ফিনল্যান্ড গত বছর একই সঙ্গে ন্যাটোর সদস্যপদ পেতে আবেদন করে। কিন্তু তুরস্ক ও হাঙ্গেরির আপত্তির কারণে প্রথমে উভয় দেশের সদস্যপদ আটকে যায়। পরে তুরস্কের দাবি অনুযায়ী ব্যবস্থা নেওয়ায় ফিনল্যান্ডের আবেদনে অনুমোদন দেয় উভয় দেশ। কিন্তু আঙ্কারার দাবি অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সুইডেনের বিষয়টি আজও ঝুলে আছে। ব্রিটিশ বার্তা সংস্থাটি জানিয়েছে, রোববার তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগ পরিদপ্তর থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট এরদোগান মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন যে, স্টকহোম সন্ত্রাসবিরোধী আইনের কথা উল্লেখ করে আঙ্কারার দাবি অনুযায়ী কিছু ব্যবস্থা নিলেও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দেশটিতে কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিয়ে রেখেছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, বাইডেন ‘যত তাড়াতাড়ি সম্ভব ন্যাটোতে সুইডেনকে স্বাগত জানাতে তার ইচ্ছা প্রকাশ করেছেন।’ তুর্কি প্রেসিডেন্সি আরও বলেছে, লিথুয়ানিয়ার ভিলনিয়াসে ন্যাটোর শীর্ষ সম্মেলনে দুই নেতা মুখোমুখি দেখা করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে সম্মত হয়েছেন। ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, তিনি সোমবার ভিলনিয়াসে এরদোগান এবং সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের মধ্যে একটি বৈঠক আহ্বান করবেন।