পাকিস্তান খুব ভালো দল ছিল, সবসময় হারতো ভারত: আব্দুর রাজ্জাক

প্রকাশিতঃ জুলাই ১১, ২০২৩ | ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

পাকিস্তানের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা খুব ভালো ছিলাম, ভারত সবসময় হারতো। বিশ্বকাপের আগে এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। বিশেষ করে যখন ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে দুই দলের মধ্যে সীমিত সংখ্যক ম্যাচ খেলার বিষয়ে আলোকপাত করে ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক বৈরিতার বিষয়ে তার মতামত প্রকাশ করেছেন আব্দুর রাজ্জাক। অবশ্য খেলার দ্রুত পরিবর্তনশীল গতিশীলতার বিষয়টি স্বীকার করেছেন সাবেক এই অলরাউন্ডার। পাশাপাশি অভিযোজন ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি। সাবেক পাক ক্রিকেটার বলেন, আমরা পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব শেয়ার করি। একমাত্র ভারতীয় দলই পাকিস্তানের বিপক্ষে খেলে না। ১৯৯৭-৯৮ সাল থেকে তারা আমাদের বিরুদ্ধে খুব বেশি খেলতে পারেনি, কারণ আমরা খুব ভাল ছিলাম, আর ভারত সবসময় হেরে যেত। ‘এখন পরিস্থিতি বদলে গেছে, আমরা এখন ২০২৩-এ আছি। তাই আমাদের চিন্তা-ভাবনা বদলাতে হবে। কোনো দলই বড় বা ছোট নয়, দিন শেষে পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ।’ উল্লেখ্য, এবারের বিশ্বকাপে বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান লড়াই আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদে হওয়ার কথা। এ ছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১২ নভেম্বর কলকাতায় পাকিস্তানের বিপক্ষে খেলবে ইংল্যান্ড।