নাটোরে নারী অধিকার ও সুশাসন শক্তিশালীকরণে গণতান্ত্রিক সংলাপ

প্রকাশিতঃ জুলাই ১৩, ২০২৩ | ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

নাটোরে নারী অধিকার ও অন্তর্ভূতমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজের (যুক্ত) প্রকল্প জেলা পর্যায়ে সিএসও ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে ত্রৈমাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৩ জুলাই) দুপুর ১২টায় নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় ডাসকো ফাউন্ডেশন আয়োজনে এ গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৩০জন সিএসও সদস্যরা অংশগ্রহণ করেন। সংলাপে উপজেলা সিএসও সদস্যরা নিজেদর এলাকার রাস্তাঘাটের বর্তমান চিত্র তুলে ধরেন। এবং তা সমাধানে প্রয়োজনীয় প্রদেক্ষেপ গ্রহণে জড়ালো দাবী জানান। বিষয়টি আইডিভূক্ত হলে দ্রুত সমাধান করা হবে। তা না হলে তা আইডি ভূক্ত করা হবে। সংলাপে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোছা, কোহিনুর রহমান, ডাসকো ফাউন্ডেশন\'র ট্রেনিং এন্ড এ্যাডভোকেসি অফিসার মাকসুদা খানম, ডাসকো ফাউন্ডেশন\'র এফএফ সুনীল কুমার রায় প্রসুখ।