সরকারি চাকরিজীবীদের প্রণোদনার প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়

প্রকাশিতঃ জুলাই ১৪, ২০২৩ | ৬:০৪ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫ শতাংশ প্রণোদনার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। সম্প্রতি অর্থ বিভাগ তা পাঠিয়েছে। ভবিষ্যতে এ প্রণোদনার ব্যবস্থা বহাল রাখারও সুপারিশ করা হয়েছে প্রস্তাবে। আর প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই প্রজ্ঞাপন জারি করা হবে। তবে এটি চলতি জুলাই থেকেই কার্যকর হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। সূত্র জানায়, এটি কার্যকর হলে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এ প্রণোদনা পাবেন। জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর ২৫ জুন বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার কথা জানান। প্রধানমন্ত্রী ওই দিন বলেন, সরকারি কর্মচারী যারা আছেন, তাদের বিশেষ বেতন হিসাবে মূল বেতনের ৫ শতাংশ আপৎকালীন সময়ে দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ায় ৫ শতাংশ বাড়তি প্রণোদনা হিসাবে সরকারি কর্মচারীরা বেতনের সঙ্গে প্রতি মাসে এ অর্থ পাবেন। অর্থ বিভাগের চেষ্টা রয়েছে জুলাই শেষে প্রাপ্য বেতন-ভাতার সঙ্গেই বাড়তি প্রণোদনার অংশ দেওয়ার। অবশ্য প্রণোদনার বাইরে বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) হয়ে আসছে ২০১৬ সালের ১ জুলাই থেকেই।