ভূরুঙ্গামারীতে ডোবায় জমে থাকা পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিতঃ জুলাই ১৪, ২০২৩ | ৬:০৪ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে জাবির (২) ও আদিব (২) নামে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে এই ঘটনা ঘটে। জাবির খামার বেলদহ গ্রামের আব্দুল হামিদ বাবুর ছেলে। আর আদিব আনোয়ার হোসেন ভুট্টুর ছেলে। ওই এলাকার বাসিন্দা সাবেক ইউপি সদস্য আবু হোসেন জানান, বৃষ্টির কারণে বাড়ির পাশের ডোবায় পানি জমেছিল। সকালে দুই ভাই একসঙ্গে খেলতে যায়। কখন যে তারা ডোবায় পড়ে মারা গেছে কেউ বুঝতে পারেনি। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে। শিশু দুটির মৃত্যুতে ওদের পরিবারের সঙ্গে এলাকার মানুষও শোকাচ্ছন্ন হয়ে পড়েছে। পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার বলেন, খুবই হৃদয়বিদারক ঘটনা। শুনেই ঘটনাস্থলে গিয়েছি। বাড়ির পেছনে একটি ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে বাচ্চা দুটি মারা যায়। এই সময় সবাইকে সচেতন থাকা দরকার। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে