শেষমেশ বাংলাদেশকে ১৫৫ রানের টার্গেট দিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান দল। আফগানিস্তানের সর্বশেষ স্কোর ১৫৪/৭ ওভারথ্রো থেকে রান নিতে গিয়ে রানআউট হতে পারতেন নবি। ক্রিজের বেশ বাইরে ছিলেন তিনি। কিন্তু থ্রো-টা ঠিকঠাক হাতে জমা করতে পারেননি লিটন। নিশ্চিত রানআউটের হাত থেকে বেঁচে যাওয়া নবি পরের বলে চার মেরে ফিফটি পূর্ণ করেছেন। ৩৯ বল লেগেছে তার। এরপর আরেকবার রানআউট থেকে বাঁচেন তিনি। রশিদ অবশ্য বাঁচেননি, পঞ্চম বলে লং অনে নাজমুলের হাতে ধরা পড়েছেন। মোস্তাফিজের স্লোয়ার যথেষ্ট হয়েছে তার জন্য। মোস্তাফিজের শেষ ওভারে এসেছে ১১ রান। আফগানিস্তান গেছে ১৫৪ রান পর্যন্ত। ১৮ ওভারে ১২৯ রান তাসকিন আহমেদের ওভারে দুটি ছক্কার পর মোস্তাফিজুর রহমানে এসেছে আরেকটি। তিনটি ছক্কার মধ্যে দুটি মেরেছেন আজমতউল্লাহ ওমরজাই। এর আগে সর্বশেষ পাওয়ারপ্লেতে ছক্কার দেখা পেয়েছিল আফগানিস্তান। লিটনের ক্যাচে ধরাশায়ী নজিবউল্লাহ জাদরান ড্যাব করতে গিয়েছিলেন নজিবুল্লাহ। প্রথমে লাগে প্যাডে, এরপর উঠে যায় ক্যাচ। উইকেটের পেছন থেকে ডাইভ দিয়ে ক্যাচটি নেন লিটন।ফলে নজিবুল্লাহ হন টাইগারদের পঞ্চম শিকার। শরীফুলের শিকার ইব্রাহিম জাদরান আরেকবার শরীফুলের শিকার ইব্রাহিম জাদরান। শর্ট লেংথের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ইব্রাহিম। ঠিক আগের বলেই পুল করতে গিয়ে টপ-এজড হলেও ছক্কা পেয়েছিলেন আফগানিস্তান এগোতে চাচ্ছে দ্রুতগতিতে, উইকেটও হারাচ্ছে সে গতিতেই। পঞ্চম ওভারে প্রথমবারের মতো এসেই সফল শরীফুলও। নাসুমের পর তাসকিনের আঘাত লেংথ পড়তে ভুল করেছেন গুরবাজ, ধোঁকা খেয়েছেন তাসকিনের কমিয়ে আনা গতিতেও। সে শট খেলেছেন, সেটি ঠিক স্লগও ছিল না, পুলও না। ঘুরিয়ে দিয়েছিলেন ব্যাট। ডিপ স্কয়ার লেগে থাকা মিরাজের কাছে সরাসরি ক্যাচ গেছে। এর আগে তাসকিনের স্লোয়ার মিড অফে ক্যাচ তুলেছিলেন গুরবাজ, তবে সাকিবের সামনে পড়ে ক্যাচ। এরপর আউটসাইড-এজ ফাঁকি দিয়ে যায় লিটনকে। গুরবাজ দুটি চার মেরেছিলেন এ ওভারে, তৃতীয় বাউন্ডারির আশায় খেলতে গিয়ে ক্যাচ তুলে ফিরে গেছেন। ৪ ওভারের মাঝে দুই ওপেনারকে হারিয়ে ফেলল আফগানিস্তান। প্রথম আঘাত নাসুমের আগের বলে স্লটে পেয়ে স্লগ করে ছক্কা মেরেছিলেন জাজাই। নাসুম এবার লেংথ সামনে নিলেন, জাজাই সেভাবে জায়গা পাননি। বল ওঠেওনি প্রত্যাশামত। তবুও ব্যাট ঘুরিয়েছিলেন আফগানিস্তান ওপেনার, তবে সুইপটা ঠিকঠাক করতে পারেননি। সরাসরি ক্যাচ গেছে স্কয়ার লেগে থাকা তাওহিদ হৃদয়ের হাতে। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে প্রথম উইকেট হারিয়েছে আফগানিস্তান। দারুণ প্রতিশোধ নিলেন নাসুম। বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। আফগানিস্তান একাদশ: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক।