প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মাগুরায় ২ দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

প্রকাশিতঃ জুলাই ১৮, ২০২৩ | ৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তির মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ চাঁদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে তাঁর দু’দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। সোমবার মাগুরার ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হুমায়ুন কবির এ আদেশ দেন। এর আগে সকালে মাগুরা জেলা কারাগার থেকে কড়া পুলিশ প্রহরায় চাঁদকে জজকোর্টে আনা হয়। আদালতে চাঁদের সাত দিনের রিমান্ড আবেদন এবং এর পক্ষে যুক্তি উপস্থাপন করেন মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার এসআই শেখ সাইফুর রহমান। অপরদিকে আসামি পক্ষে রিমান্ড আবেদন বাতিল ও জামিন চেয়ে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট আহম্মদ হোসেন ও কাজী মিনহাজ উদ্দিন। গত ১৯ মে রাজশাহীতে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তি করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এর পরিপ্রেক্ষিতে ২৪ মে মাগুরা সদর আমলি ও ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনসহ ২০ কোটি টাকার মানহানি মামলা করেন জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান।