বিএনপি-আ.লীগের কর্মসূচি: অসহনীয় যানজটে নাকাল রাজধানীবাসী

প্রকাশিতঃ জুলাই ১৯, ২০২৩ | ১০:৩৮ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বুধবার পদযাত্রা করেছে বিএনপি। পদযাত্রাকে কেন্দ্র করে ঢাকার ভেতরে প্রধান প্রধান সড়ক আর প্রবেশমুখের আগে মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। এতে রাজধানীর একাংশ প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়। অপরদিকে একই দিনে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় নেতাকর্মীরা আসতে শুরু করলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিএনপি ও আওয়ামী লীগের পালটাপালটি কর্মসূচিতে দ্বিতীয় দিনের মতো বুধবার দুর্ভোগ পোহাতে হয় রাজধানীবাসীকে। বিকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার জন্য তেজগাঁও সাতরাস্তা এলাকায় জড়ো হওয়ার পর রাজধানীর কেন্দ্রস্থলের আশপাশের সড়কগুলোতে যানজট ছড়িয়ে পড়ে। এদিকে বুধবার সকাল ১০টায় পদযাত্রা শুরুর কথা থাকলেও বেলা ১১টা ২০ মিনিটের দিকে আবদুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পদযাত্রা শুরু হয়। সকাল ৯টা থেকেই আব্দুল্লাহপুরে জড়ো হতে শুরু করেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তখন থেকে ঢাকার প্রবেশমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টার দিকে আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত যানজটের কারণে একই স্থানে দীর্ঘক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকে। এতে ভোগান্তিতে পড়েন বিদেশগামী যাত্রীরাও। আব্দুল্লাহপুর থেকে শুরু হওয়া পদযাত্রা বিমানবন্দর, কুড়িল, বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া ও সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পথচারীরা জানান, বিএনপির পদযাত্রা যেসব এলাকা দিয়ে এগিয়েছে, সেসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে আশপাশের অন্য সড়কগুলোতেও। ফলে সব রাস্তাতেই কম-বেশি যানজট দেখা দেয়। ঘণ্টার পর ঘণ্টা গাড়ির মধ্যে বসে থাকতে হয় সাধারণ যাত্রীদের। বেলা আড়াইটার দিকে পদযাত্রার সামনের অংশ আব্দুল্লাহপুর থেকে নতুন বাজার এলাকায় পৌঁছায়। এ সময় প্রগতি সরণির এক পাশের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিপরীত দিকের সড়কে যানবাহনের সংখ্যা ছিল খুব কম। এদিকে বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে আওয়ামী লীগের শোভাযাত্রার কারণে যানজট আরও তীব্র আকার ধারণ করে। তেজগাঁও থেকে মহাখালী পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। বেলা ৩টার দিকে সাতরাস্তা মোড় এলাকায় আওয়ামী লীগের শোভাযাত্রার কারণে রমনা পর্যন্ত তীব্র যানজট হয়Ñযা হাতিরঝিল, মগবাজার, বাংলামোটর, কাওরান বাজার ও ফার্মগেট এলাকায় ছড়িয়ে পড়ে। ট্রাফিক পুলিশের রমনা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন বলেন, যানজটের কারণে সব ধরনের যান খুব ধীরগতিতে চলেছে। বেশি যানজট হয় মতিঝিল, কাকরাইল, রমনা, মগবাজার, সাতরাস্তা থেকে মহাখালীর রাস্তায়। এর প্রভাবে শাহবাগ, বাংলামোটর, কাওরান বাজার ও ফার্মগেট এলাকায়ও ছড়িয়ে পড়ে যানজট। ট্রাফিকের তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার øেহাশীষ কুমার দাস জানান, কিছু এলাকায় বিকল্প পথে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। বেলা ৩টার পর থেকে মৌচাক ফ্লাইওভার দিয়ে তেজগাঁওয়ে যাওয়া একেবারে বন্ধ রাখা হয়।