‘প্রিয়তমা’ ছবি দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। কাজ শেষে নিজের দেশে চলে গেছেন তিনি। কিন্তু ভালোবেসে সঙ্গে নিয়ে গেছেন ‘ইনশাআল্লাহ’ ও ‘বিসমিল্লাহ’ শব্দ দুটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন ইধিকা পাল। তিনি জানান, কোনো কিছু ভালো হলে বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ বলেন এবং কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করেন। তাদের এই আচরণ এখন অভিনেত্রীরও অভ্যাসে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘বাংলদেশের মানুষের একটা ব্যাপার আমার ভালো লেগেছে। সেটি হচ্ছে ইনশাআল্লাহ। সব কিছু ভালো হলে বলে ইনশাআল্লাহ। ওইটা আমি রেখে দিয়েছি। মাঝে মাঝে কোনো কিছু ভালো হলে আমিও বলে দিই ইনশাআল্লাহ। আরেকটি হচ্ছে বিসমিল্লাহ। এই দুটি শব্দ আমি নিজের শব্দভাণ্ডারে রেখে দিয়েছি।’ ইধিকা কলকাতার সিরিয়ালের পরিচিত মুখ। ‘পিলু’ ও ‘রিমলি’ সিরিয়ালে অভিনয় করেন। সিরিয়ালপ্রেমীদের মন জয় করেছেন তিনি। ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডে নাম লিখিয়েছেন তিনি। এতে তাকে দেখা গেছে ইতি চরিত্রে। সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।