ফরিদপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ৫২ রোগী ভর্তি

প্রকাশিতঃ জুলাই ২১, ২০২৩ | ১১:৩৬ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫২ রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৬৩ জন রোগী ভর্তি রয়েছেন। এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ভোররাতে জাহানারা বেগম (৩৯) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছেন হাসাপাতালের সিনিয়র স্টাফ নার্স সুলতানা মণ্ডল। জাহানারা বেগমের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার আগমারা গ্রামে। তার স্বামীর নাম ইউনুস হোসেন। ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, জেলায় এ পর্যন্ত ৫০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪৫ জন। বাকি ১৬৩ জন রোগী বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ১০২ জন, সদর হাসপাতালে ১০ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন এবং চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ফরিদপুরে হঠাৎ করে উদ্বেগজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি পৌর কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য অধিদপ্তর। ফলে ফরিদপুরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।