নওগাঁর নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন।

প্রকাশিতঃ জুলাই ২৫, ২০২৩ | ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, পায়রা উড়িয়ে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা চত্বরে মিলিত হয়। র‌্যালী শেষে উপজেলা চত্বরে পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। এরপর পায়রা উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন অতিথিরা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, মৎস্য কর্মকর্তা মোহা. শরীফ উল আলম প্রমূখ। আলোচনা সভা শেষে মৎস্যজীবী, মৎস্যচাষীদের মাঝে বিভিন্ন প্রজাতির মাছ চাষে সফল হওয়ায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।