কুষ্টিয়ার খোকসা জয়ন্তীহাজরা ও আমবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ কর্তৃত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ শে জুলাই বিকেল পাঁচটায় খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ধোপড়াকোল কলেজ মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগার আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, সহ-সভাপতি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ আমিনুল হক রতন, যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ ,বাবুর স্বপন কুমার ঘোষ, অ্যাডভোকেট হাসানুল হাস্কর হাসু সাংগঠনিক সম্পাদক কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ, হাবিবুল হক পুলক, মোমিনুর রহমান মোমিজ,ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিক, খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বিটু। খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান, প্যানেল মেয়র মোঃ মনিরুজ্জামান টিপু, ওসমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস, জানিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হবিবুর রহমান হবি, আমিনুর রহমান খান বিশু, মনিরুজ্জামান ইদবার, নাজমুস সালেহীন সুজন, আরিফুল ইসলাম নয়ন, আরো উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি,যুথি খাতুন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জয়ন্তীহাজরা ইউনিয়নের সভাপতি,সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। পরিচালনায়, লুৎফুল কবির (বাবুল মন্ডল) সাধারণ সম্পাদক আমবাড়ীয়া ইউনিয়ন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সদর উদ্দিন খান বলেন।কোন বেঈমান মুনাফিক ও নাস্তিকের আওয়ামীলীগ দলে কোন জায়গা হবে না এই জন্য আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের মানুষ ভালো থাকে দেশে উন্নয়ন অব্যাহত থাকে। নেত্রী যাকে নমিনেশন দেবেন তৃণমূলের নেতা কর্মীদের সাথে নিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে এই জন্য আজকের এই শান্তি সমাবেশে। এভাবেই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, জামাত-বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে ঢুকে কোন নাশকতা না করতে পারে সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে বলেন।