\"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি\" এ প্রতিপাদ্য\'কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত ৭দিন ব্যাপী বৃক্ষ মেলার সমাপ্ত হয়েছে। সোমবার (০৭ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ডিসি\'র সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে (১ হতে ৭ আগষ্ট) চলা বৃক্ষ মেলার সমাপ্ত করা হলো। এ বৃক্ষ মেলায় ২০টি স্টলে বিভিন্ন জাতের ফলজ, বনজ, ঔষধি বিভিন্ন প্রজাতির চারা গাছ সাড়ে ৪ লক্ষ টাকার মত বিক্রয় হয়েছে। আলোচনা সভা শেষে বৃক্ষ মেলায় নার্সারি উদ্যোক্তাদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসার ড. মাযহারুল ইসলাম তরু, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কেএম কাওসার হোসেন, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রসঙ্গত উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার বৃক্ষ মেলাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৭ দিনব্যাপি চলে, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।