মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন ২ প্রকল্পের ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপ উদ্বোধন উপলক্ষে প্রেস রিলিজ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ হল রুমে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান প্রেস রিলিজ অনুষ্ঠানে বক্তব্য দেন, এ সময় উপস্থিত ছিলেন রাণীশংকৈক প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী. সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার. সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ.সিনিয়র সাংবাদিক নুরুল হক. প্রেসক্লাব সিনিয়র সাংবাদিক ও স্বাধীন বাংলা নিউজ এর নির্বাহী সম্পাদক একে আজাদ. এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আশরাফুল আলম. আনোয়ার হোসেন জীবন. ইসলাম আহমেদ. নাজমুল হোসেন. আব্দুল্লাহ আল নোমান. অবসর প্রাপ্ত অধ্যাপ আনোয়ারুল ইসলাম. শফিকুল ইসলাম শিল্পী. কুসমত আলী. হুমায়ুন কবীর. আজাদ মিয়া. হযরত আলী. মাহবুব আলম. প্রমূখ। এ সময় সহকারি কমিশনার (ভূমি)ইন্দ্রজিৎ সাহা. , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামায়েল মার্ডি. সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে রাণীশংকৈল উপজেলা ৩৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ২১০টি পরিবারকে ০২ শতক জমি এবং একটি দুই রুম বিশিষ্ট আধাপাকা গৃহ প্রদান করা হবে। ৯ আগষ্ট সকাল সাড়ে ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।