রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব আদিবাসী দিবস পালিত.।

প্রকাশিতঃ অগাস্ট ৯, ২০২৩ | ৮:২৪ অপরাহ্ন
একে আজাদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ

আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন আদিবাসী তরুণরাই মূল শক্তি এই প্রতিপাদ্যকে ধারণ করে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস। ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে ইএসডিও প্রেমদীপ প্রকল্পের বাস্তবায়নে ও হেকস/ইপারের সহযোগিতায় ৯ আগস্ট সকাল সাড়ে দশ ঘটিকায় একটি বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ চত্বরে ফিরে এসে শেষ হয়। এবং এই রেলিতে আদিবাসী সহ উপজেলা পর্যায়ের রাজনীতিবিদ. সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ১১টায় মহিলা ডিগ্রী কলেজ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মানিক সরেন এর সভাপতিত্বে. প্রধান অতিথি হিসেবে অবস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও ৩ অধ্যাপক ইয়াসিন আলী. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল ডিগ্রী কলেজ সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম. উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম. প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী. আওয়ামী লীগ মহিলালীগের সম্পাদিকা ফরিদা ইয়াসমিন.প্রেসক্লাব সাবেক সভাপতি ফারুক আহমদ সরকার. প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামাইল মার্ডি. প্রমিলা মহিলা ফুটবল দলের কোচ শুকা মুরমু. মহিলা কলেজ অধ্যক্ষ মহাদেব বসাক.সহ আদিবাসী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ. এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসডিও ম্যানেজার খাইরুল আলম।