রাজশাহীতে বিএনপি নেতা মিলনের জামিন না মঞ্জুর,প্রতিবাদ মিছিল

প্রকাশিতঃ অগাস্ট ১৩, ২০২৩ | ৫:২৮ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক,রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,পবা-মোহনপুর-৩ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী,শ্রেষ্ঠ সংগঠক অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে রাজশাহীর সিএমএম-৪ আদালতে তুললে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। জামিন না দেওয়ায় তৎক্ষনাৎ শাহমুখদুম থানা বিএনপি ও বিএনপি\'র অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল করা হয়। রবিবার (১৩ আগস্ট) রাজশাহী সিএমএম আদালতে তাঁকে তোলা হলে বিজ্ঞ আদালত তাঁর জামিন না মঞ্জুর করেন। প্রতিবাদে তৎক্ষনাৎ শাহমখদুম থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শালবাগান থেকে রেলগেট পযর্ন্ত প্রধান সড়কে প্রতিবাদী মিছিল বের করেন।মিছিল শেষে সমাবেশ করেন নেতৃবৃন্দ। উক্ত মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন শাহমখদুম থানা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরের যুগ্ন আহবায় কামরুজ্জামান মিলন, চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মহানগর যুবদলের সদস্য, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ রাজশাহী জেলার যুগ্ন আহবায়ক ইঞ্জি:আরিফুজ্জামান সোহেল, যুগ্ন আহবায়ক রাসেল, যুব নেতা ধলু, বাবু, শাহমখদুম থানা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক শ্যামল শেখ রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ সংগঠনিক সম্পাদক শুভ, সদস্য ডনি,শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগর শাখার ভারপ্রাপ্ত সাবেক সভাপতি মুর্তজা ফামিম, শাহমুখদুম থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান ডলার, চন্দ্রিমা থানা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম আজাদ তপন, সদস্য রবি, শাহমখদুম থানা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম মিদুল প্রমুখ। এ সময় বক্তারা অ্যাডভোকেট শফিকুল হক মিলনের দ্রুত জামিন প্রদানসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।