কলারোয়ায় স্ত্রীর এলোপাতাড়ী দায়ের কোপে স্বামী খুলনা মেডিকেলে হাসপাতালে

প্রকাশিতঃ আগস্ট ১৮, ২০২৩ | ৬:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রীর দায়ের কোপে স্বামী আহত হয়ে আশংকাজন ভাবে হাসপাতালে ভর্তি হয়েছে। আহত ফারুক হোসেনের শ্বাশুড়ি জাহানারা খাতুনকে পুলিশ জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে এসেছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (১৭আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। স্থানীয়রা জানায়, রঘুনাথপুরের তরকারি ব্যবসায়ী কৃষক ফারুক হোসেন (৪৫) দীর্ঘদিন পারিবারিক অশান্তিতে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে এক পর্যায়ে মাহমুদা খাতুন ধারালো দা দিয়ে স্বামীকে এলোপাতাড়ি আঘাত করায় সে মারাত্মক ভাবে আহত হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা মাথায়, ঘাড়ে, মুখমন্ডলে আঘাতপ্রাপ্ত ফারুক হোসেনকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নিত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এই ব্যাপারে ঘটনাস্থলে থাকা আহত ফারুকের শ্বাশুড়ি জাহানারা খাতুন (৬৫) কে পুলিশ জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে আসে। আঘাপ্রাপ্ত ফারুকের স্ত্রী মাহমুদা খাতুন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত ফারুকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।