আলোর দেখা পাচ্ছি, সামনে আমাদের দিন আসছে: মির্জা আব্বাস

প্রকাশিতঃ অগাস্ট ১৮, ২০২৩ | ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আলোর দেখা পাচ্ছি, সামনে আমাদের দিন আসছে। এই সরকারের পতন ঘটিয়ে ইনশাআল্লাহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব। শুক্রবার বিকালে গুলশান-১ ডিসিসি মার্কেটের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত গণমিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। মির্জা আব্বাস বলেন, কী কারণে আজকে এত জনসমাবেশ? কী কারণে এত লোক হচ্ছে মিছিল-মিটিংগুলোতে? আমাদের নেতা কিংবা কর্মী সবাই কিন্তু মিছিলে নাই। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আজকে এই মিছিলে যোগদান করেছেন। বিএনপির এই নেতা বলেন, সরকারের সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে, এ অস্ত্র আর কাজ করবে না। বাংলাদেশের মানুষ আন্দোলন করতে শিখেছে, তারা দাবি আদায় করতে শিখে গেছে। সুতরাং আমাদের ভয় নাই। তিনি বলেন, আজকে যখন আমরা ভোটের কথা বলি, গণমানুষের কথা বলি, আমাদের ছেলেরা রাজপথে নামে তখন তারা (সরকার) গুলি করে, টিয়ারশেল মারে, হত্যা করে, গুম করে। গতরাতে এই এলাকা থেকে বহু ছেলেকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণেও বহু ছেলেকে গ্রেফতার করা হয়েছে। মির্জা আব্বাস বলেন, এই সরকারকে দেশবাসী আর দেখতে চায় না। ১৫টি বছর এই ভয়ংকর, স্বৈরাচারী একটা সরকার আমাদের কাঁধে চেপে বসেছে। নড়া দিলেও সরে না, ধাক্কা দিলেও পড়ে না। তাদের টেনেহিঁচড়ে এখান থেকে নামাতে হবে। গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশের সঞ্চালনা করেন ঢাকা মহানগর বিএনপি উত্তরের সদস্য সচিব আমিনুল হক। ঢাকা মহানগর উত্তর আয়োজিত এই গণমিছিল গুলশান-১ নম্বর ডিএনসিসি মার্কেট থেকে তিতুমীর কলেজের সামনে দিয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।