আইপিএলের এক আসরে আয় ৩০০ মিলিয়ন

প্রকাশিতঃ অগাস্ট ১৮, ২০২৩ | ৯:৪০ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক আসর থেকেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) আয় হয়েছে প্রায় ৩০০ মিলিয়ন ডলার। আইপিএলে টেলিভিশন ও ওটিটি সম্প্রচার স্বত্ব, বিভিন্ন স্পন্সর মিলিয়ে বিশাল পরিমাণ অর্থ আয় করেছে বিসিসিআই। গত বৃহস্পতিবার প্রকাশিত নথিতে দেখা যায়, ২০২২ সালের আইপিএল থেকে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বিসিসিআই। বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে বিসিসিআই। যাতে দেখা যায় খরচ বাদ দিয়ে ২০২২ সালের আইপিএল থেকে ২৯২ মিলিয়ন মার্কিন ডলার আয় করে বিসিসিআই। চলতি বছর মেয়েদের আইপিএলও শুরু করেছে ভারতীয় বোর্ড। ফ্র্যাঞ্চাইজি ফি ও মিডিয়া স্বত্ব মিলিয়ে নারী আইপিএল থেকে ভারতের আয় প্রায় ৭০০ মিলিয়ন ডলার।