মাগুরার শালিখায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মুক্তমঞ্চে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ শালিখা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি ইমদাদুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাকরুল ইসমালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও মাগুরা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আশরাফুজ্জামান হিসাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি দাউদ জোয়ার্দার, সাধারণ সম্পাদক সজল মোল্যা, শালিখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. রামমোহন দে মন্ডল, আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরোজ আলী বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড শামসুর রহমান, গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা, তালখড়ী ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন মন্ডল, উপজেলা যুবলীগের আহ্বায়ক মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেরুল ইসলাম সাগর। এছাড়াও যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মৎস্যজীবীলীগ, ছাত্রলীগসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে আশরাফুজ্জামান হিসাম বলেন, ১৯৭৫ সালের ১৫ ই আগস্টের কালোরাতে ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যাকান্ডের মাধ্যমে শুধু তাঁকে বা তাঁর পরিবারকেই হত্যা করে নাই, হত্যা করেছে বাঙালি জাতির পথপ্রদর্শককে যা অত্যন্ত গর্হিত কাজ। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে যে সোনার বাংলায় পরিণত করতে চেয়েছিলেন সেই সপ্নকে বাস্তবে রূপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা।