রোববার সকাল সাড়ে ৫টার সময় ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা গেল নতুন আন্তঃনগর ট্রেন। আবার দুপুরে ফিরে এলো ঢাকা থেকে ভাঙ্গায়। এই ট্রেনে রেল কর্মকর্তারা গেলেন ঢাকায়। নতুন ট্রেন চলাচল করতে দেখে সাধারণ মানুষের মধ্যে বইছে উৎসবের আমেজ। সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, আগামী ১ সেপ্টেম্বর এই এসিযুক্ত নতুন ট্রেন দিয়েই উদ্বোধন করা হবে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন লাইনটি উদ্বোধন করবেন। এজন্য রেল কর্মকর্তারা বারবার ট্রায়ালে ট্রেনে ঢাকা পর্যন্ত যাচ্ছেন। আবার ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আসছেন। ভাঙ্গা ট্রেন স্টেশনমাস্টার মো. শাজাহান জানান, শনিবার রাত ১১টার দিকে ঈশ্বরদী থেকে ৬টি বগিবিশিষ্ট নতুন ১টি ট্রেন আনা হয়েছে। রোববার ভোর ৫টা ২৫ মিনিটে ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুর সাড়ে ১২টায় ওই ট্রেনটি ভাঙ্গায় আসে। সেটি ফের বিকাল সাড়ে ৩টার সময় ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে পথে পথে দেরি করে। যেখানে সমস্যা মনে করে, তারা সেখানে ট্রেনটি দাঁড় করিয়ে রেখে কাজ সম্পূর্ণ করে। তিনি বলেন, ট্রেন লাইনে শত শত শ্রমিক কাজ করছেন, পাথর দিচ্ছেন, সমস্যা মনে করলে সমাধান করছেন। ট্রায়াল রান পরিদর্শন করেন সিআরইসিসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তারা সিআরইসি অফিস ও রেললাইন ওয়ার্কশপসহ কাজের অগ্রগতির পরিদর্শন করেন। তিনি আরও জানান, ১ সেপ্টেম্বর বা ওই মাসের প্রথম সপ্তাহের যেকোনো দিন ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলাচল করবে ট্রেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেন চলাচলের শুভ উদ্বোধন করবেন। নাম প্রকাশ না করার শর্তে এক রেল কর্মকর্তা জানান, আগামী ১ সেপ্টেম্বর ঢাকা থেকে ভাঙ্গা রেল যোগাযোগ চালু হবে। এজন্য তাদের আরও কয়েকবার পরিবর্তন আসতে হবে। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল যোগাযোগ উদ্বোধন করবেন, সেহেতু কাজের কোনো ত্রুটি আছে কিনা তার খোঁজখবর নেবেন। সূত্র আরও জানায়, ফরিদপুরের ভাঙ্গার বামনকান্দায় নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের রেলস্টেশন এবং বামনকান্দা হবে যশোর জংশন। সেখানকার কাজ পুরোদমে এগিয়ে চলছে। আগামী ২০২৪ সালের জুন মাসে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৭ কিলোমিটার ট্রায়াল রান করাতে পারবে। স্থানীয় বাসিন্দা আবু সায়েম বলেন, ভাঙ্গায় ট্রেন চলাচল দেখে খুবই ভালো লাগছে। আমাদের এলাকা ব্যাপক উন্নয়ন হবে। আমাদের এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন ঘটবে। ট্রেন চলাচল শুরু হলে দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন ঘটবে।