দোহাই আপনাদের মেয়েদের স্কুল খুলে দিন

প্রকাশিতঃ আগস্ট ২১, ২০২৩ | ৭:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

‘দোহাই আপনাদের, মেয়েদের স্কুল খুলে দিন।’ তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদকে উদ্দেশ করে সম্প্রতি এমন মন্তব্যই করেন নোবেল শান্তি পুরস্করে মনোনীত প্রার্থী আফগানিস্তানের নারী অধিকারকর্মী মাহবুবা সিরাজ। সম্প্রতি আফগান নারীদের অধিকার ও শিক্ষা নিয়ে আলোচনা করতে জাবিউল্লাহর মুখোমুখি হন সিরাজ। আলজাজিরা। বৈঠকে সিরাজ আরও বলেন, শিক্ষা ছাড়া প্রজন্মের অগ্রগতি সম্ভব নয়। এজন্য শিক্ষা ব্যবস্থা খুলে দেওয়ার অনুরোধ করেন। অন্যদিকে মুজাহিদ বলেন, ‘নারীদের শিক্ষার বিষয়ে তার উদ্যোগ ন্যায়সঙ্গত। কিন্তু স্কুলের মেয়েরা যদি সরকারের বিরুদ্ধে যায় তাহলে তা আফগান সমাজকে অস্থিতিশীল করতে পারে।’ আরও বলেন, আমরা যদি একমত না হই এবং যদি কেউ মনে করে আমরা ভুল পথে যাচ্ছি তাহলে এটি আমাদের মাঝে বিভক্ত সৃষ্টি করতে পারে। সরকারের পতন ঘটাতে পারে।’ তালেবানরা বলেন, তারা ইসলামিক আইনের ব্যাখ্যা অনুসারে নারী অধিকারকে সম্মান করেন। ইউনেস্কোর মতে, ২.৫ মিলিয়নেরও বেশি (প্রায় ৮০ শতাংশ) আফগান তরুণী ২০২১ সাল থেকে স্কুলের বাইরে জীবন কাটাচ্ছে। গোষ্ঠীটি নারীদের ওপর বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করে। বেশিরভাগ নারীদের স্কুলসহ বিভিন্ন কর্মসংস্থান বন্ধ করে দেওয়া হয়। জিম ও পার্কে যাওয়াও নিষিদ্ধ করা হয়। এমনকি পুরুষ অভিভাবক ছাড়া ঘরের বাইরে যেতেও নিষেধ করা হয়। স্কুল বন্ধ করায় বেকার হয়ে পড়েন নারী শিক্ষকরা। আফগানিস্তানের বামিয়ান প্রদেশের বাসিন্দা কোবরা (২৯) কাবুলের একটি বেসরকারি স্কুলে পড়াতেন। পরিবারের একমাত্র উপর্জনকারী গত দুই বছর ধরে বেকারত্বের হতাশ জীবন পার করছেন। এভাবেই লাখ লাখ নারী এখন তালেবানের ‘কয়েদখানায়’ আশাহীন জীবন কাটাচ্ছেন। সিরাজ নারীদের শিক্ষা ও অন্যান্য বিষয়ের ওপর তালেবানের নিষেধাজ্ঞাকে ‘অপরাধ’ ও ‘বর্ণবাদ’ হিসাবে বর্ণনা করেন। অনেক পশ্চিমা ও মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ তালেবানের নারী অধিকারের নীতি প্রত্যাখ্যান করেছে। সিরাজ মুজাহিদকে সতর্ক করে বলেন, নারীদের বিষয়ে তালেবানের নীতি প্রত্যাহার করা না হলে বিশ্ব তাদের বিরুদ্ধে দাঁড়াবে।