বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন নাটোর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৪ আগস্ট) বেলা ১১টার দিকে নাটোর রাজবাড়ি আনন্দ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নাটোর জুয়েলারী সমিতির আহবায়ক রিপনুল হাসান এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ জুয়েলারী সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও চেয়ারম্যান ডা: দিলীপ কুমার রায়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন- বাংলাদেশ জুয়েলারী সমিতির কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ডাঃ দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রুহুল আমিন রাসেল, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন নাটোর জেলা শাখার সভাপতি স্বপন পোদ্দার এবং সাধারণ সম্পাদক রঘুনাথ কর্মকার প্রমুখ। এছাড়াও সভায় নাটোর জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সকল সদস্য ও মালিকরা উপস্থিত ছিলেন। এসময় কেন্দ্রীয় নেতাদের কাছে স্খানীয় স্বর্ণ ব্যবসায়ীরা তাদের নানা সমস্যা ও দাবী তুলে ধরেন।