গ্রামবাসীর ভোগান্তি এখন সড়ক

প্রকাশিতঃ অগাস্ট ২৬, ২০২৩ | ৪:০৬ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হলেও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নে একাধীক মেগা-মেগা প্রকল্পের মাধ্যমে কাজ হলেও বেশকিছু গ্রামীণ সড়ক যোগাযোগে লাগেনি উন্নয়নের ছোঁয়া।উপজেলার সাবেক বিন্নী উত্তরপাড়া গণি\'র বাড়ী হতে ঘোপপাড়া বিন্নী তাইজালের বাড়ী পর্যন্ত গ্রামীণ রাস্তার কোনো ছিটেফোঁটা ছোঁয়া লাগেনি। কোথাও পানি জমে রয়েছে আবার কোথাও হাঁটু সমান কাঁদা। অতিরিক্ত বৃষ্টি ও বর্ষার মৌসুমে এসব এলাকার মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছায়। এই অঞ্চলের গ্রামীণ এই সড়কটি কাঁদাযুক্ত হওয়ায় রোগাক্রান্ত মানুষের চিকিৎসা সেবা, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া এবং মাতৃকালীন প্রসূতী রোগীদের দ্রুত স্বাস্থ্য সেবা পাওয়া দুঃসাধ্যকর হয়ে পড়েন। এহেন পরিস্থিতিতে ঘটে যায় মৃত্যু মতো দূর্ঘটনা বলে জানান এলাকাবাসী। সরজমিনে ঘুরে দেখাগেছে, দীর্ঘদিন ধরে এসব গ্রামীণ এই সড়কের উন্নয়নের কাজ না হওয়ায় বর্ষার মৌসুমে কাঁদায় নিমজ্জিত থাকায় এলাকার কৃষকদের কৃষি ফসল ঘরে তুলতে খুব কষ্টকর হয়ে পড়ে। তাছাড়া ঐ অঞ্চলের রাধানগর, ঘোপপাড়া, চরপাড়া, সাবেক নিত্যনান্দনপুর,গ্রামের শত-শত সাধারণ মানুষের চলাচলে হবে আরো সহজ থেকে সহজত্বর। এলাকার সানার উদ্দীনের পুত্র শাহাদত হোসেন সাংবাদিকদের জানান, দীর্ধদিন ধরে আমাদের এই রাস্তাটিতে এক টুকরো ইটের খুয়াও তো দুরে থাকলো, একঝুড়ি মাটিও পড়েনি। এ ব্যাপারে ৩ নম্বার ওয়ার্ডের ইউপি সদস্য শামিম জোয়ার্দারের সাথে কথা হলে তিনি জানান, অনেক পূর্বে রাস্তাটির কিছু অংশ হ্যারিং আছে তাও সেটুকু ভাংগাচুরা। বর্তমান সরকারের আমলে এই রাস্তার দিকে কেউ নজর দেয়নি। আমি নির্বাচিত হওয়ার পর গ্রামীণ এই সড়কের উন্নয়নের জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে একটি আইডি নম্বার দিয়েছি। রাস্তাটি হওয়া জরুরী বলেও জানান এই জনপ্রতিনিধি। উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন বলেন, বিন্নীর উত্তর পাড়া হতে মালোবাড়ি পর্যন্ত রাস্তা হ্যারিং আছে। রাস্তার আইডি নম্বার ভুল থাকায় আমাদের নির্মানের কাজে বেঘাত হতো। বর্তমানে সেটি সংশোধন হয়েছে। বর্তমান সরকারের আমলেই এবং এই অর্থবছরের মধ্যেই ঐ রাস্তাটি নির্মানের কাজ শেষ হবে বলেও জানান ইউপি চেয়ারম্যান।