রাজশাহীর তানোরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও সন্তান নিহত হয়েছেন।এ ঘটনায় স্থানীয়রা গণধোলাই দিয়ে স্বামী আলিউল ইসলামকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। শনিবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার পাচন্দর উত্তরপাড়া মহল্লায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। ছরিকাঘাতে নিহতরা হলেন- আলিউল ইসলামের স্ত্রী নিপা খাতুন (২৫) এবং ৬ বছরের শিশুপুত্র নুর নবী। পুলিশ আলিউলকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। নিহত নিপার ভাই দুলু জানান, পার্শ্ববর্তী মোহাম্মদপুর গ্রামের মৃত সিদ্দিকের ছেলে আলিউল ইসলামের সঙ্গে তার বোনের ৮ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে জন্ম নেয় নূর-নবী। আলিউল ইসলাম প্রায় নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে নিপাকে মারপিট করতেন। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় দ্বন্দ্ব হত। এ কারণে তার বোন এক বছর আগে তাদের বাড়িতে চলে আসেন। তিনি জানান, শনিবার বিকাল সাড়ে চারটার দিকে আলিউল মদ পান করে তাদের বাড়িতে আসেন। এসময় বাড়িতে কেউ ছিলেন না। এ সুযোগে তার বোন এবং তার ছেলেকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, পুলিশি পাহারায় আটক আলিউলকে তানোর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।