নওগাঁর সাপাহারে মোবাইল কোর্ট অভিযানে জেল ও জরিমানা।

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৫, ২০২৩ | ১০:৩৭ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

নওগাঁর সাপাহারে মোবাইল কোর্ট অভিযানে শাহেন আলম (২৫) নামে এক মাদক সেবীর জেল এবং যৌন উত্তেজক বিক্রির অপরাধে আরব আলী (৩৫) কে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদরের আগ্রাদ্বিগুন রোডে ও আমডাঙ্গা গ্রামে থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের হাফিজ উদ্দীনের ছেলে মুদি ব্যবসায়ী আরব আলীর দোকান থেকে যৌন উত্তেজক সিরাপ পাওয়ায় ঔষধ আইন ১৯৪০ এর ১৮ (গ) ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর আগে আমডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের হাসান খানের ছেলে শাহেন আলম কে মদ্রপ্য অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) (গ) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন মোবাইল কোর্ট-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।