ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার অন্যতম প্রবীণ সাংবাদিক, পীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সহ-সভাপতি জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি কাজী নুরুল ইসলাম আর নেই। সকলকে রেখে তিনি না ফেরার দেশে চলে গেছেন। মঙ্গলবার দিবাগত মধ্যরাত দুই টার দিকে দিনাজপুর ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিনিয়র এই সাংবাদিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত সোমবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর ইসলামি ব্যাংক কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে তিনি মারা যান। রাতেই তার মরদেহ পীরগঞ্জ পৌর শহরের ৪ নং ওয়ার্ড মুন্সীপাড়ায় নিজ বাড়িতে নেয়া হয়েছে। আজ বুধবার দুপুরে ১টা থেকে ২টা পর্যন্ত তার মরদেহ পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা ও জেলার বাইরে থেকে আসা সকল সহকর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। পরে বিকাল তিনটায় পীরগঞ্জ সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম জানাজা শেষে পীরডাঙ্গী গোরস্থানে তার বড় ভাই মরহুম কাজী বদরুল হুদার কবরের পাশে দাফন কার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি। সিনিয়র এই সংবাদকর্মী দৈনিক প্রথম আলো পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে ইতোপূর্বে অনেক কাজ করেছেন। কাজী নুরুল ইসলাম সাংবাদিকতার পাশাপাশি পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা করতেন। সম্প্রতি তিনি অবসরে যান। সাংবাদিক কাজী নুরুল ইসলামের মৃত্যুর খবর শুনে তার দীর্ঘ দিনের সহকর্মীরা ও জেলায় কর্মরত সাংবাদিকরা জেলার বিভিন্ন উপজেলা থেকে তার বাসভবনে ছুটে যান। তার মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে জেলার ও বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকরা, উপজেলা প্রশাসন,ও স্হানিয় রাজনৈতিক নেতৃবৃন্দ বিবৃতি দিয়েছেন।