যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পদকে ভূষিত হলেন আ.লীগ নেতা জামিল হোসাইন

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৭, ২০২৩ | ১০:৫৯ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

আন্তর্জাতিক স্ট্রাটেজিক লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন বাগেরহাট-৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং মাস-বাংলা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এম.আর জামিল হোসাইন। যুক্তরাষ্ট্র সময় ৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে সকাল ১০.০০ টায় রাজধানী ওয়াশিংটন ডিসির দ্যা হোটেল হিলটন গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ পদক দেওয়া হয়। দূরদর্শী ও কৌশলী নেতৃত্বের অবদানস্বরুপ দি সেন্টার ফর রিচার্জ অ্যান্ড ইনোভেশন(সিআরআই) তাকে আন্তর্জাতিক এই পদকে ভূষিত করেন। এশিয়া মহাদেশ থেকে ২০২৩ সালে কেবলমাত্র বাংলাদেশ ও সৌদি আরব এই পদক পান৷ এছাড়া আফ্রিকার কয়েকটি দেশের রাজনৈতিক ব্যক্তিরাও উক্ত পদকে ভূষিত হন। অনুষ্ঠানে সিআরআই এর নির্বাহী পরিচালক সলোমন ফাকিনলেড ও অধ্যাপক আমু আনুষ্ঠানিক ভাবে জামিল হোসাইনের হাতে উক্ত পদক, ক্রেষ্ট, সম্মাননা ও সনদপত্র তুলে দেন। উক্ত অনুষ্ঠানে এম.আর জামিল হোসাইন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন \"আমি আমার দেশ ও দেশের মানুষকে ভালবাসি, রাজনীতি সুনামের জন্য করিনা, রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। আমার দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনুন্নত থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, অনেক চ্যালেঞ্জ কাটিয়ে উঠেছে। এখন যেসব চ্যালেঞ্জ আছে সেগুলো কাটিয়ে উঠতে আমি দেশের পাশে, মানুষের পাশে সবসময় থাকবো।\" এম.আর জামিল হোসাইন এসময় সিআরআই এর নির্বাহী পরিচালক সলোমন ফাকিনলেড, অধ্যাপক আমু সহ আমন্ত্রিত সকলকে উঞ্চ শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন এমন আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সিআরআই ও এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি উক্ত প্রাপ্তি দেশের জন্য, মানুষের জন্য কাজ করে যেতে আমাকে উৎসাহী করবে। এম.আর জামিল হোসাইনকে উক্ত পদকে ভূষিত করায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাগেরহাটের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ৷ তাদের মতে এম.আর জামিল হোসাইনের এই অর্জন বাংলাদেশের অর্জন, বাগেরহাটের অর্জন এবং বাগেরহাট-৪ আসনের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার সকলের অর্জন।