ওবায়দুল কাদেরের নির্বাচনি প্রচারণা শুরু করলেন কাদের মির্জা

প্রকাশিতঃ সেপ্টেম্বর ৯, ২০২৩ | ৬:১৯ পূর্বাহ্ন
অনলাইন নিউজ ডেক্স

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন তার ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। শুক্রবার বিকালে বসুরহাট পৌরসভার ৯ ওয়ার্ডে একযোগে দোয়া মাহফিল ও কর্মী সমাবেশের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে ১, ২, ৩, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। অন্যদিকে ৩, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল। মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ওবায়দুল কাদেরের পক্ষে নৌকা মার্কার সমর্থনে বসুরহাট পৌরসভার সব ওয়ার্ডে একযোগে কর্মী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মধ্যদিয়ে নির্বাচনি কার্যক্রম শুরু করা হয়েছে। সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল বলেন, আমাদের এ আসনে ওবায়দুল কাদেরের বিকল্প কেউ নাই। তাই তিনিই আমাদের একমাত্র প্রার্থী হিসেবে নৌকা মার্কার পক্ষে গণসংযোগ বাড়ানোর লক্ষ্যে নির্বাচনি কার্যক্রম শুরু করা হয়েছে। অনুষ্ঠানগুলোতে বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, ওবায়দুল কাদেরের ভাগ্নে পৌর আওয়ামী সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত, জেলা পরিষদের সাবেক সদস্য আকরাম উদ্দিন সবুজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন। নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল কাদেরের দীর্ঘ দিনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন। এবারের নির্বাচনে বিএনপিতে প্রার্থী চূড়ান্ত না হলেও নৌকা প্রতীক নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১৯৯৬ সালে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদকে হারিয়ে নোয়াখালী-৫ আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সালে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদকে মাত্র এক হাজার ৩৭১ ভোটে পরাজিত করে বিগত টানা তিন সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।