নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ডিস ব্যবসার আধিপত্য বিস্তারের ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, এত উভয় পক্ষের নারী সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)রাত ৮.০০ ঘটিকার দিকে উপজেলার ১১ নং চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামে। আহতরা হলেন সাগুলী গ্রামের রোকন মিয়া(৪২), শাহাবুদ্দিন(২৮), রফিকুল(৪৩), রিক্তা(২০), সোহেল মিয়া(৩০), ফুয়াদ মিয়া(৩২), পলিন মিয়া(২৫), সাইদ (৫০), হাদিস মিয়া(৬০) ও কবির হোসেন(৩২)। বিভিন্ন সূত্রে জানা গেছে সাগুলী গ্রামের আলমগীর ও কালাম নামে দুই ব্যক্তি দীর্ঘদিন যাবত ঐ গ্রামে ডিস লাইনের ব্যবসা করে আসছেন। গত কিছুদিন আগে তাদের দুজনের মধ্যে ডিস ব্যবসার আধিপত্য নিয়ে মারামারি হয়। এ ব্যাপারে থানায় মামলাও হয়েছে। তারই জের ধরে বৃহস্পতিবার রাত ৮.০০ টার দিকে দুই পক্ষের মধ্যে আবার মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষের ১০ জন আহত হয়েছেন। কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. নূরজাহান পারভীন লিজা বলেন সাগুলী গ্রামের মারামারির ঘটনায় বৃহস্পতিবার রাত ১০ টার দিকে দশ জন হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর তাদের স্ব-ইচ্ছায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও নেত্রকোনা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ১১ নং চিরাং ইউনিয়নের চেয়ারম্যান জনাব এনামুল কবির খান সাগুলী গ্রামে ডিস ব্যবসা নিয়ে সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। কেন্দুয়া থানার উপ-পরিদর্শক তানভীর মেহেদী জানান, উপজেলার সাগুলী গ্রামের দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।