সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫, রাজশাহী এর একটি চৌকষ আভিযানিক দল ১১ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ দিবাগত রাত ১১:০০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র বহনের সময় আসামী ১। মোঃ আমিরুল ইসলাম (৩৫), পিতা-মৃত কাশেম মন্ডল, মাতা-মৃত জরিনা বেগম, সাং-বাগবাড়ী, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জ কে পিস্তল-০১টি, ওয়ান শুটারগান-০১টি, ম্যাগাজিন-০১টি, গুলি-০৩ রাউন্ড এবং মোবাইল ফোন-০১টি সহ হাতেনাতে গ্রেফতার করে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী একজন অস্ত্র ব্যবসায়ী। চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন সময়ে অবৈধ অস্ত্র সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে । উক্ত আসামী সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। সে সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এসে অবৈধ অস্ত্র সংগ্রহ করে নিয়ে যেত। এমন সংবাদ পাওয়ার পর কিছুদিন থেকেই এই ব্যক্তির গতিবিধি র্যাব পর্যবেক্ষণ শুরু করে। সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র সংগ্রহ করে নিয়ে যাওয়ার সময় শিবগঞ্জ থানার কানসাট নামক এলাকায় র্যাবের আভিযানিক দলটি উক্ত আসামীকে উল্লেখিত আলামত সহ হাতেনাতে গ্রেফতার করেছে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।