তাইওয়ানের আকাশসীমায় ৪০টি চীনা সামরিক বিমান অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। ‘গত ২৪ ঘণ্টায়’ দেশটির আকাশ প্রতিরক্ষা অঞ্চলে এসব সামরিক বিমান অনুপ্রবেশ করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমানগুলোর বেশির ভাগই দেশটির দক্ষিণাঞ্চল ও বশি চ্যানেলে দেখা গেছে। খবর রয়টার্সের। প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রদত্ত একটি মানচিত্র অনুযায়ী, এর মধ্যে অন্তত চারটি বিমান দ্বীপটির উত্তর-পশ্চিমে তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। বুধবারও তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনের ২৮টি বিমান ঢুকে পড়েছিল বলে জানানো হয়েছিল।